এবং আমি ফিরিশ্তাদেরকেই দোযখের দারোগা (নিয়োজিত) করেছি; এবং আমি তাদের এ সংখ্যা কেবল কাফিরদের পরীক্ষার নিমিত্ত রেখেছি, এ জন্য যে, কিতাবীদের মনে দৃঢ় বিশ্বাস আসবে এবং ঈমানদারদের ঈমান বৃদ্ধি পাবে আর কিতাবীগণ ও মুসলমানদের নিকট কোন সন্দেহ থাকবে না। অন্তরের ব্যাধিগ্রস্ত লোকেরা ও কাফিরগণ বলে, ‘এ অভিনব বাণীতে আল্লাহ্র উদ্দেশ্য কি?’ এভাবেই আল্লাহ্ পথভ্রষ্ট করেন যাকে চান এবং হিদায়ত করেন যাকে চান। আর আপনার রবের বাহিনী সম্বন্ধে তিনি ব্যতীত অন্য কেউ জানে না এবং তা তো মানুষের জন্য উপদেশই।