ফির’আউন বললো, ‘তোমরা কি তার উপর ঈমান আনলে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে? নিশ্চয় সে তোমাদের বড়জন, যে তোমাদের যাদু শিক্ষা দিয়েছে। সুতরাং এখনই জেনে নেবে। আমি শপথ করে বলছি। নিশ্চয় আমি তোমাদের এক দিকের হাত ও বিপরীত দিকের পা কর্তন করবো এবং তোমাদের সবাইকে শূলবিদ্ধ করবো’।
অতঃপর আমি মূসাকে ওহী করলাম, ‘তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো’। সুতরাং তখনই সমুদ্র বিভক্ত হয়ে গেলো; অতঃপর প্রত্যেক অংশ (এমনই) হয়ে গেলো যেমন বিশাল পাহাড়।
কিন্তু ওই সব লোক, যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, আল্লাহ্কে অধিক পরিমাণে স্মরণ করেছে এবং প্রতিশোধ গ্রহন করেছেন এর পর যে, তাদের উপর যুল্ম হয়েছে এবং এখন জানতে চায় যালিমগণ যে, কোন পার্শ্বের উপর তারা পলট খাবে।