নিশ্চয় আল্লাহ্ শুনেছেন তার কথা, যে আপনার সাথে তার স্বামীর ব্যাপারে বাদানুবাদ করছে এবং আল্লাহ্ দরবারে ফরিয়াদ করছে; আর আল্লাহ্ তোমাদের উভয়ের বাদানুবাদ শুনছেন। নিশ্চয় আল্লাহ্ শুনেন, দেখেন।
ওই সব লোক, যারা তোমাদের মধ্যে নিজ স্ত্রীদেরকে নিজ মায়ের স্থলে বলে বসে; তারা তাদের মা নয়। তাদের মায়েরা তো হচ্ছে তারাই, যাদের থেকে তারা জন্মলাভ করেছে। এবং নিঃসন্দেহে, তারা মন্দ ও নিরেট মিথ্যা কথা বলছে। এবং নিশ্চয় আল্লাহ্ অবশ্য পাপ মোচনকারী, ক্ষমাশীল।
এবং ওই সব লোক, যারা আপন স্ত্রীদেরকে আপন মায়ের স্থলে বলে বসে অতঃপর তারা তাদের ওই জঘন্য উক্তি প্রত্যাহার করতে চায়, যা তারা বলেছে, তবে তাদের উপর অপরিহার্য- একটা ক্রীতদাস মুক্ত করা এর পূর্বে যে, একে অপরকে স্পর্শ করবে। এটা হচ্ছে- যে উপদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে এবং আল্লাহ্ তোমাদের কার্যাদি সম্বন্ধে অবহিত।
অতঃপর যে ব্যক্তি ক্রীতদাস পায় না তবে সে লাগাতার দু’মাসের রোযা রাখবে এর পূর্বে যে, একে অপরের গায়ে হাত লাগাবে। অতঃপর যার দ্বারা রোযা রাখাও সম্ভবপর নয়, তবে তাকে ষাটজন মিসকীনকে পেট ভরে আহার করাতে হবে। এটা এজন্য যে, তোমরা আল্লাহ্ ও তাঁর রসূলের উপর ঈমান রাখবে। এবং এগুলো আল্লাহ্র নির্ধারিত সীমা। আর কাফিরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।
নিশ্চয় ওই সব লোক, যারা বিরুদ্ধাচরণ করে আল্লাহ্ ও তাঁর রসূলের, তাদেরকে অপমানিত করা হয়েছে যেমন অপমানিত করা হয়েছিলো তাদের পূর্ববর্তীদেরকে এবং নিশ্চয় আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি; আর কাফিরদের জন্য লাঞ্ছনার শাস্তি রয়েছে।
যে দিন আল্লাহ্ তাদের সবাইকে পুনরুত্থিত করবেন অতঃপর তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জ্ঞাত করবেন। আল্লাহ্ সেগুলোর গণনা করে রেখেছেন আর তারা তা ভুলে গেছে এবং প্রত্যেক কিছু আল্লাহ্র সম্মুখে রয়েছে।
ওহে শ্রোতা! তুমি কি দেখো নি যে, আল্লাহ্ জানেন যা কিছু আস্মানসমূহে রয়েছে এবং যা কিছু যমীনে। যে কোন স্থানে তিন ব্যক্তির কানাঘুষা হয়, সেখানে চতুর্থ তিনি বিরাজমান থাকেন এবং পাঁচজনের হলে, তবে ‘ষষ্ঠ’ তিনি এবং না তা থেকে কম এবং তা তদপেক্ষা বেশীর, কিন্তু তিনি তাদের সাথে থাকেন তারা যেখানেই থাকুক না কেন। অতঃপর তাদেরকে ক্বিয়ামত-দিবসে বলে দেবেন যা কিছু তারা করেছে। নিশ্চয় আল্লাহ্ সবকিছু জানেন।
আপনি কি তাদেরকে দেখেন নি, যাদেরকে মন্দ পরামর্শ করতে নিষেধ করা হয়েছিলো, অতঃপর তা-ই করে, যা করতে নিষেধ করা হয়েছিলো এবং পরস্পরের মধ্যে পাপ ও সীমালঙ্ঘন এবং রসূলের বিরুদ্ধাচরণের ব্যাপারে পরামর্শ করে। আর যখন আপনার সম্মুখে উপস্থিত হয় তখন এমন বাক্য দ্বারা আপনাকে অভিবাদন জানায়, যেসব শব্দ আল্লাহ্ আপনার সম্মানের ক্ষেত্রে বলেন নি আর তাদের মনে মনে বলে, ‘আমাদেরকে আল্লাহ্ কেন শাস্তি প্রদান করেন না আমাদের একথা বলার উপর?’ তাদের জন্য জাহান্নাম যথেষ্ট। তারা তাতে বিধ্বস্ত হবে। সুতরাং কতই মন্দ পরিণতি।
হে ঈমানদারগণ! তোমরা যখন পরস্পর পরামর্শ করো তখন পাপ, সীমালঙ্ঘন ও রসূলের বিরুদ্ধাচরণের পরমার্শ করো না আর সৎকাজ ও খোদাভীরুতার পরামর্শ করো। এবং আল্লাহ্কে ভয় করো, যার প্রতি উত্থিত হবে।
ওই পরামর্শ তো শয়তানেরই নিকট থেকে এ জন্য যে, ঈমানদারদেরকে কষ্ট দেবে। এবং তারা তাদের কোন ক্ষতি করতে পারে না আল্লাহ্র নির্দেশ ব্যতীত। এবং মুসলমানদের আল্লাহ্রই উপর ভরসা করা চাই।
হে ঈমানদারগণ! যখন তোমাদেরকে বলা হয় ‘মজলিসসমূহে জায়গা দাও! তবে জায়গা দাও। আল্লাহ্ তোমাদেরকে জায়গা দেবেন। আর যখন বলা হয়, ‘উঠে দাড়াও!’ তখন উঠে দাড়াও। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, আল্লাহ্ তাদের মর্যাদা সমুন্নত করবেন। এবং আল্লাহ্র নিকট তোমাদের কর্মগুলোর খবর আছে।
হে ঈমানদারগণ! যখন তোমরা রসূলের নিকট কোন ক্ষমা গোপনে আরয করতে চাও, তবে আপন আরয করার পূর্বে কিছু সাদক্বাহ প্রদান করো! এটা তোমাদের জন্য উত্তম ও খুব পবিত্র। অতঃপর যদি তোমাদের সামর্থ্য না থাকে, তবে আল্লাহ্ ক্ষমাশীল, দয়ালু।
তোমরা কি এতে ভয় পেয়েছো যে, তোমরা স্বীয় আবেদনের পূর্বে কিছু সাদক্বাহ দেবে? অতঃপর যখন তোমরা এটা করো নি এবং আল্লাহ্ স্বীয়করুণা সহকারে তোমাদের প্রতি প্রত্যাবর্তন করেছেন; সুতরাং নামায ক্বায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ্ ও তাঁর রসূলের অনুগত থাকো। আর আল্লাহ্ তোমাদের কর্মগুলো সম্পর্কে জানেন।
আপনি কি তাদেরকে দেখেন নি, যারা এমন লোকদের বন্ধুহয়েছে, যাদের উপর আল্লাহ্র ক্রোধ রয়েছে? তারা না তোমাদের অন্তর্ভুক্ত, না তাদের অন্তর্ভুক্ত, তারা জ্ঞাতসারেই মিথ্যা শপথ করে।
যে দিন ওই সব লোককে পুনরুত্থিত করবেন, তখন তার সম্মুখেও তেমনই শপথ করবে, যেমন তোমাদের সামনে করছে। এবং তারা একথা মনে করছে যে, তারা কিছু করেছে। ওহে, শুনছো! নিশ্চয়, তারাই মিথ্যুক।
আপনি পাবেন না ওই সব লোককে, যারা দৃঢ় বিশ্বাস রাখে আল্লাহ্ ও শেষ দিনের উপর এমনি যে, তারা বন্ধুত্ব রাখে ওই সব লোকের সাথে,যারা আল্লাহ্ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করেছে, যদিও তারা তাদের পিতা অথবা পুত্র, অথবা ভাই কিংবা নিজ জ্ঞাতি-গোত্রের লোক হয়। এরা হচ্ছে ওই সব লোক, যাদের অন্তরগুলোতে আল্লাহ্ ঈমান অঙ্কিত করে দিয়েছেন এবং তাঁর নিকট থেকে রূহ দ্বারা তাঁদের সাহায্য করেছেন এবং তাদেরকে বাগানসমূহে নিয়ে যাবেন; যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবহমান, সেগুলোর মধ্যে তারা স্থায়ী হবে। আল্লাহ্ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ্র প্রতি সন্তুষ্ট। এটা আল্লাহ্র দল। শুনছো! আল্লাহ্রই দল সফলকাম।