যখন তারা দাঊদের নিকট প্রবেশ করলো, তখন সে তাদের কারণে ভীত হয়ে পড়লো। তারা আরয করলো, ‘ভয় করবেন না, আমরা দু’টি দল, আমাদের একে অপরের প্রতি যুলম করেছে। সুতরাং আমাদের মধ্যে সত্য ফয়সালা করে দিন এবং ন্যায়ের পরিপন্থি করবেন না আর আমাদেরকে সোজা পথ বাতলিয়ে দিন’।
নিশ্চয় এ আমার ভাই। তার নিকট নিরানব্বইটা মাদী দুম্বা আছে, আর আমার নিকট মাত্র একটা মাদী দুম্বা আছে। এখন সে বলছে, ‘তাও আমাকে হস্তান্তর করে দাও এবং কথায় আমার উপর প্রভাব বিস্তার করছে’।
দাঊদ বললেন, ‘নিশ্চয় সে তোমার প্রতি অন্যায় করছে যে, তোমার মাদী দুম্বাটা ও তার মাদী দুম্বাগুলোর সাথে যুক্ত করতে চাচ্ছে। এবং নিশ্চয় অধিকাংশ শরীক একে অপরের প্রতি যুল্ম করে, কিন্তু করে না যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে; আর তারা খুবই স্বল্প সংখ্যক লোক’। যখন দাঊদ বুঝতে পেরেছে যে, আমি এটা তাকে পরীক্ষা করেছি; তখন আপন রবের নিকট ক্ষমা চেয়েছে এবং সাজদায় লুটিয়ে পড়েছে ও ফিরে এসেছে।
হে দাঊদ! নিশ্চয় আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি। সুতরাং তুমি লোকদের মধ্যে সঠিক ফয়সালা করো এবং খেয়াল খুশীর অনুসরণ করো না। যা তোমাকে আল্লাহ্র পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয় ওই সব লোক, যারা আল্লাহ্র পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এ জন্য যে, তারা হিসাব নিকাশের দিনকে ভুলে বসেছে।
আমি কি ওই সব লোককে, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদেরই মতো করে দেবো, যারা যমীনের মধ্যে সন্ত্রাস বিস্তার করছে? অথবা আমি খোদাভীরুদেরকে অসৎপাপীদের সমান স্থির করবো?
যখন তার সামনে পেশ করা হলো ত্রিপ্রহরে (ওই অশ্বরাজিকে) যে গুলোকে থামালে তিন পায়ের উপর দণ্ডায়মান হয় চতুর্থ ক্ষুরের প্রান্ত মাটিতে লাগানো অবস্থায়। আর ধাবিত করলে বাতাস হয়ে যায়।
অতঃপর সুলায়মান বললো, ‘আমার নিকট ওই ঘোড়াগুলোর ভালোবাসা পছন্দ হলো আপন রবের স্মরণের জন্য। অতঃপর সেগুলোকে ধাবিত করার নির্দেশ দিলেন। শেষ পর্যন্ত সেগুলো দৃষ্টির অন্তরালে অদৃশ্য হয়ে গেলো।
এবং বললাম ‘আপন হাতে একটা ঝাড়ু নিয়ে তা’দ্বারা আঘাত করো এবং শপথ ভঙ্গ করোনা’। নিশ্চয় আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। কতোই উত্তম বান্দা! নিশ্চয় সে অতি প্রত্যাবর্তনকারী।
তাদেরকে বলা হবে, ‘এটা অন্য একটা বাহিনী, তোমাদের সাথে ধ্বসে পড়েছে, যা তোমাদেরই ছিলো। তারা বলবে, ‘তারা যেন উন্মুক্ত স্থান না পায়’। আগুনেতো তাদেরকে যেতেই হবে। সেখানেও সংকীর্ণ স্থানে থাকবে।
বললেন, ‘হে ইবলীস! তোমাকে কোন জিনিসটা বাধা দিলো তাকে সাজদা করতে, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি? তোমার মধ্যে কি অহঙ্কার এসেছে, না তুমি ছিলেই অহঙ্কারীদের অন্তর্ভুক্ত?’