এবং যারা ঈমান এনেছে আর তাদের সন্তানগণ ঈমান সহকারে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিয়ে দিই এবং তাদের কর্মের মধ্যে তাদেরকে কিছু কম দিই নি। প্রত্যেক মানুষ আপন কৃতকর্মের মধ্যে আবদ্ধ।
এবং হে মাহবূব! আপনি আপন রবের আদেশের উপর স্থির থাকুন। কারণ, নিশ্চয় আপনি আমার রক্ষণাবেক্ষণে রয়েছেন। এবং আপন রবের প্রশংসাকারী হয়ে তার পবিত্রতা ঘোষণা করুন! যখন আপনি দণ্ডায়মায় হোন।