এবং স্মরণ করুন! যখন মূসা আপন সম্প্রদায়কে বললো, ‘হে আমার সম্প্রদায়, আমাকে কেন কষ্ট দিচ্ছো? অথচ তোমরা জানো যে, আমি তোমাদের প্রতি আল্লাহ্র রসূল। অতঃপর যখন তারা বক্র হলো। আল্লাহ্ তাদের অন্তরকে বক্র করে দিলেন এবং আল্লাহ্ ফাসিক্ব লোকদেরকে সঠিক পথ প্রদান করেন না।
এবং স্মরণ করুন! যখন মরিয়ময় তনয় ঈসা বললো, ‘হে বনী ইস্রাঈল! আমি তোমাদের প্রতি আল্লাহ্র রসূল; আমার পূর্বেকার কিতাব তাওরীতের সত্যায়নকারী এবং ওই (সম্মানিত) রসূলের সুসংবাদদাতা হয়ে, যিনি আমার পরে তাশরীফ আনবেন, তাঁর নাম ‘আহমদ’।অতঃপর যখন (আহমদ) তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাদি নিয়ে তাশরীফ আনলেন, তখন তারা বললো, ‘এতো সুস্পষ্ট যাদু’।
তিনি তোমাদেরপাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে বাগানসমূহে প্রবেস করাবেন, যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবহমান এবং পবিত্র মহলসমূহে, যেগুলো বসবাস করার বাগানসমূহে অবস্থিত। এটাই মহা সাফল্য;
এবং আরো একটা নি’মাত তোমাদেরকে দেবেন, যা তোমাদের নিকট প্রিয়- আল্লাহ্র সাহায্য এবং শিগ্গিরই আগমনকারী বিজয়। এবং হে মাহবূব! মসুলমানদেরকে সুসংবাদ শুনিয়ে দিন।
হে ঈমানদারগণ! আল্লাহ্র দ্বীনের সাহায্যকারী হও, যেমন মরিয়ম-তনয় ঈসা হাওয়ারীদেরকে বলেছিলেন, ‘কারা আছে, যারা আল্লাহ্র পক্ষ হয়ে আমার সাহায্য করবে?’ হাওয়ারীগণ বললো, ‘আমরা হলাম আল্লাহ্র দ্বীনের সাহায্যকারী’। অতঃপর বনী ইস্রাঈলের একদল ঈমান এনেছে। এবং এক দল কুফর করেছে। সুতরাং আমি ঈমানদারদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করেছি। ফলে তারা বিজয়ী হয়েছে।