এবং ওই সব লোককে তো এ আদেশই দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর ইবাদত করে শুধু তাঁরই উপর বিশ্বাস রেখে এক তরফা হয়ে এবং নামায প্রতিষ্ঠা করে ও যাকাত দেয়। আর এটা হচ্ছে সরল দ্বীন।
তাদের প্রতিদান তাদের রবের নিকট- বসবাস করার বাগান, যার নিচে নহরসমূহ প্রবাহিত সেগুলোর মধ্যে সদা-সর্বদা থাকবে। আল্লাহ্ তাদের উপর সন্তুষ্ট এবং তারা তার উপর সন্তুষ্ট। এটা তারই জন্য, যে আপন রবকে ভয় করে।