তিনি তোমাদের কিছু গুনাহ ক্ষমা করে দেবেন এবং একটা নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন। নিশ্চয় আল্লাহ্র প্রতিশ্রুতি যখন আসে, তখন তা পেছানো যায় না। কোন মতে তোমরা জানতে!
এবং আমি যতোবারই তাদেরকে আহ্বান করেছি যাতে তুমি তাদেরকে ক্ষমা করো, ততোবারেই তারা তাদের কানগুলোতে আঙ্গুল দিয়ে বসেছে এবং আপন কাপড় মুড়ে নিয়েছে একগুঁয়ে হয়ে রয়েছে এবং বড়ই অহঙ্কার করেছে।
হে আমার রব! আমাকে ক্ষমা করো এবং আমার মাতা-পিতাকে এবং তাকে, যে ঈমান সহকারে আমার ঘরে রয়েছে এবং সমস্ত মুসলমান পুরুষ ও সমস্ত মুসলমান নারীকে; আর কাফিরদের জন্য শুধু ধ্বংসই বৃদ্ধি করো’।