এবং এ যে, আমরা যখন হিদায়ত শুনেছি তখন সেটার প্রতি ঈমান এনেছি। অতঃপর যে কেউ আপন রবের উপর ঈমান এনেছে; তখন তার না আছে কোন হ্রাস পাবার ভয় এবং না বৃদ্ধি পাবার।
কিন্তু আল্লাহ্র পয়গাম পৌঁছানো এবং তার রিসালতের বাণীসমূহ। এবং যে আল্লাহ্ ও তার রসূলের নির্দেশ অমান্য করে, তবে নিশ্চয় তার জন্য জাহান্নামের আগুন রয়েছে, যাতে সদা-সর্বদা থাকবে।
যাতে (আল্লাহ্ প্রকাশ্যভাবে) দেখে নেন যে, তারা আপন রবের পয়গাম পৌঁছিয়ে দিয়েছেন এবং যা কিছু তাদের নিকট আছে সবই তার জ্ঞানে রয়েছে এবং তিনি প্রত্যেক কিছুর সংখ্যা গণনা করে রেখেছেন।