এবং রাত ও দিনের পরিবর্তনগুলোর মধ্যে; এবং এ’তে যে, আল্লাহ্ আস্মান থেকে জীবিকার উপকরণ স্বরূপ বারি বর্ষণ করেছেন। অতঃপর তাদ্বারা যমীনকে সেটার মৃত্যুর পর জীবিত করেছেন; এবং বায়ুগুলোর অবস্থাদির পরিবর্তনের মধ্যে নিদর্শনাদি রয়েছে বিবেকবানদে রজন্য।
আল্লাহ্র আয়াতসমূহ শুনে, যেগুলো তার উপর পাঠ করা হয়, অতঃপর একগুয়েমী করে বসে থাকে, অহঙ্কার করে, যেন সেগুলো শুনেই নি। সুতরাং তাকে সুসংবাদ শুনান বেদনাদায়ক শাস্তির!
তাদের পেছনে রয়েছে জাহান্নাম; এবং তাদের কোন কাজে আসবে না তাদের উপার্জন আর না তাই, যাকে তারা আল্লাহ্ ব্যতীত সাহায্যকারী স্থির করে রেখেছিলো এবং তাদের জন্য মহা শাস্তি রয়েছে।
আল্লাহ্ যিনি সমুদ্রকে তোমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছেন, যাতে এর মধ্যে তার নির্দেশে নৌযানগুলো চলাচল করে এবং এ জন্য যে, তোমরা তার অনুগ্রহ সন্ধান করবে, আর এজন্য যে, কৃতজ্ঞতা প্রকাশ করবে।
এবং নিশ্চয় আমি বনী ইস্রাঈলকে কিতাব, শাসন ক্ষমতা ও নুবূয়ত দান করেছি এবং আমি তাদেরকে পবিত্র জীবিকা প্রদান করেছি; এবং তাদেরকে তাদের যুগের লোকদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি।
এবং আমি তাদেরকে এ কাজের সুস্পষ্ট প্রমাণাদি প্রদান করেছি। সুতরাং তারা মতভেদ করে নি কিন্তু এর পর যে, জ্ঞান তাদের নিকট এসেছে, পরস্পরের মধ্যে বিদ্বেষবশতঃ নিশ্চয় আপনার রব ক্বিয়ামতের দিন তাদের মধ্যে মীমাংসা করে দেবেন যে বিষয়ে তারা মতভেদ করে।
যারা পাপকার্যাদি সম্পন্ন করেছে তারা কি এটা মনে করে যে, আমি তাদেরকে তাদের মত করে দেবো, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যাতে এদের-ওদের জীবন ও মৃত্যু এক সমান হয়ে যায়? কতোই মন্দ ফয়সালা করছে!
ভালো, দেখেতো! ওই ব্যক্তি, যে আপন খেয়াল খুশীকে আপন খোদা স্থির করে নিয়েছে এবং আল্লাহ্ তাকে জ্ঞান-গুণ সহকারেই পথভ্রষ্ট করেছেন আর তার কান ও হৃদয়ের উপর মোহর করে দিয়েছেন এবং তার চক্ষুদ্বয়ের উপর পর্দা স্থাপন করেছেন; সুতরাং আল্লাহ্র পর তাকে কে পথ দেখাবে? তবে কি তোমরা ধ্যান করছো না?
এবং বললো, ‘তাতো নয়, কিন্তু এ আমাদের পার্থিব জীবন- মৃত্যুবরণ করি ও জীবিত হই’। এবং আমাদেরকে ধ্বংস করে-কেবল মহাকালই; এবং তাদের নিকট সেটার জ্ঞান নেই। তারা তো নিছক অনুমান করে থাকে।
এবং যখন তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন ব্যাস, তাদের এ যুক্তি থাকে যে, তারা বলে, ‘আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে এসো! যদি তোমরা সত্যবাদী হও!’
আপনি বলুন,! ‘আল্লাহ্ তোমাদেরকে জীবিত করেন, অতঃপর তোমাদের মৃত্যু ঘটাবেন, অতঃপর তোমাদের সবাইকে একত্রিত করবেন ক্বিয়ামত দিবসে, যাতে কোন সন্দেহ নেই; কিন্তু বহু লোক জানে না।
এবং আপনি প্রত্যেক দলকে দেখবেন-তারা হাটুর উপর ভয় করে পতিত অবস্থায় আছে। প্রত্যেক দলকে আপন আপন আমলনামার দিকে ডাকা হবে, আজ তোমাদেরকে তোমাদের কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে।
এবং যখন বলা হতো, ‘নিশ্চয় আল্লাহ্র প্রতিশ্রুতি সত্য এবং ক্বিয়ামতের সন্দেহ নেই! তখন তোমরা বলতে, ‘আমরা জানিনা ক্বিয়ামত কি জিনিষ; আমরা মনে করি এটা একটা ধারণা মাত্র; এবং আমাদের নিশ্চিত বিশ্বাস নেই’।
এবং বলা হবে, ‘আজ আমি তোমাদেরকে বর্জন করবো যেভাবে তোমরা তোমাদের এদিনের সাক্ষাতকে ভুলে বসেছিলে আর তোমাদের ঠিকানা হচ্ছে আগুন এবং তোমাদের কোন সাহায্যকারী নেই’।
এটা এ জন্য যে, তোমরা আল্লাহ্র আয়াতগুলোকে বিদ্রূপের বস্তু করেছো এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছে। সুতরাং আজ না তাদেরকে আগুন থেকে বের করা হবে, না তাদের থেকে কোন ওযর গৃহীত হবে।