তিনিই, যিনি উম্মী লোকদের মধ্যে তাদেরই মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেন যেন তাদের নিকট তাঁর আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও হিকমতের জ্ঞান দান করেন আর নিশ্চয় নিশ্চয় তারা ইতোপূর্বে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিলো;
তাদের দৃষ্টান্ত, যাদের উপর তাওরীত অর্পণ করা হয়েছিলো, অতঃপর তারা সেটার নির্দেশ পালন করে নি, গর্দভের ন্যায়, যা পিঠের উপর কিতাবের বোঝা বহন করে, কতই মন্দ দৃষ্টান্ত ওই সমস্ত লোকের, যারা আল্লাহ্র আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং আল্লাহ্ যালিমদেরকে সৎপথ প্রদান করেন না।
আপনি বলুন, ‘ওই মৃত্যু, যা থেকে তোমরা পলায়ন করো, তা তো নিশ্চয় তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অতঃপর তাঁর দিকে তোমাদেরকে ফেরানো হবে, যিনি অপ্রকাশ্য ও প্রকাশ্য সবকিছু জানেন, অতঃপর তিনি তোমাদেরকে বলে দেবেন যা তোমরা করেছিলে।
এবং যখন তারা কোন ব্যবসা অথবা খেলাধুলা দেখতে পেলো, তখন সেটার দিকে ছুটে গেলো আর আপনাকে (খোৎবার মধ্যে) দণ্ডায়মান রেখে গেলো। আপনি বলুন! ‘তা-ই, যা আল্লাহ্র নিকট রয়েছে, খেলাধুলা ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট; এবং আল্লাহ্র রিয্ক্ব সর্বাপেক্ষা উত্তম।