সেগুলো তো নয়, কিন্তু কিছু নাম, যেগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষগণ রেখে ফেলেছো। আল্লাহ্ সেগুলোর পক্ষে কোন সনদ অবতীর্ণ করেন নি। তারা তো নিছক কল্পনা ও প্রবৃত্তিরই অনুসরণ করছে। অথচ নিশ্চয় তাদের নিকট তাদের রবের নিকট থেকে হিদায়ত এসেছে।
এবং আল্লাহ্রই যা কিছু আস্মানসমূহে রয়েছে এবং যা কিছু যমীনে রয়েছে; যাতে দুষ্কৃতকারীদেরকে তাদের কৃতকর্মের বদলা দেন এবং সৎকর্মপরায়ণদেরকে অত্যন্ত উত্তম প্রতিদান প্রদান করেন।
ওই সব লোক, যারা মহাপাপগুলো ও অশ্লীল কার্যকলাপ থেকে বেচে থাকে, কিন্তু এতটুকুই যে, পাপের নিকটে গিয়েছে ও বিরত হয়েছে, নিশ্চয় আপনার রবের ক্ষমা প্রশস্ত। তিনি তোমাদেরকে খুব ভালভাবে জানেন। তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেনে এবং যখন তোমরা তোমাদের মায়ের গর্ভের মধ্যে ভ্রূণরূপে ছিলে। সুতরাং নিজেরা নিজেদেরকে পবিত্র পরিচ্ছন্ন বলো না; তিনি ভালভাবে জানেন যারা খোদাভীরু।