তারা কি বলে, ‘তারই রচিত?’ (তা নয়) বরং সেটাই সত্য আপনার রবের পক্ষ থেকে, যেন আপনি সতর্ক করেন এমন সব লোককে, যাদের নিকট আপনার পূর্বে কোন সতর্ককারী আসেনি, এ আশায় যে, তারা সঠিক পথ পাবে।
আল্লাহ্, যিনি আসমান ও যমীন এবং যা কিছু সেগুলোর মাঝখানে রয়েছে, ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর ‘ইস্তিওয়া’ ফরমায়েছেন। তাকে ছেড়ে তোমাদের না আছে কোন সাহায্যকারী এবং না আছে কোন সুপারিশকারী। তবে কি তোমরা ধ্যান করছো না?
এবং কখনো আপনি দেখবেন, যখন অপরাধী আপন রবের নিকট মাথা নিচের দিকে ঝুকিয়ে থাকবে, হে আমাদের রব! এখন আমরা দেখেছি এবং শুনেছি; আমাদেরকে পুণরায় প্রেরণ করো, যাতে আমরা সৎকাজ করি, আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস এসে গেছে’।
এবং আমি যদি ইচ্ছা করতাম তবে প্রত্যেক ব্যক্তিকে সেটার প্রতি পথ দেখাতাম, কিন্তু আমার বাণী অবধারিত হয়ে গেছে যে, অবশ্যই আমি জাহান্নামকে ভর্তি করবো ওই সব জিন ও মানব দ্বারা।
‘এখন স্বাদ গ্রহণ করো এরই পরিণামে যে, তোমরা তোমাদের এ দিনের উপস্থিতির কথা বিস্মৃত হয়েছিলে। আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, এখন স্থায়ী শাস্তি ভোগ করতে থাকো নিজেদের কৃতকর্মের প্রতিফল!’
আমার আয়াতগুলোর উপর কেবল তারাই ঈমান আনে, যাদেরকে যখনই সেগুলো স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন সাজদায় লুটিয়ে পড়ে এবং আপন রবের প্রশংসা করতে করতে তার পবিত্রতা ঘোষণা করে এবং অহঙ্কার করে না।
রইলো ওই সমস্ত লোক, যারা নির্দেশ অমান্যকারী, তাদের ঠিকানা হচ্ছে আগুন। যখনই তারা তা থেকে বের হতে চাইবে তখন তাদেরকে তাতেই ফিরিয়ে দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে, ‘আস্বাদন করো ওই আগুনের শাস্তি, যাকে তোমরা অস্বীকার করতে’।
এবং ওই ব্যক্তি অপেক্ষা অধিকতর যালিম কে, যাকে তার রবের আয়াতগুলো দ্বারা উপদেশ দেওয়া হয়েছে, অতঃপর সে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? নিশ্চয়, আমি অপরাধীদের থেকে বদলা নিয়ে থাকি।
এবং আমি তাদের মধ্য থেকে কিছু সংখ্যক ইমাম করেছি, যারা আমার নির্দেশে পথ বাতলিয়ে দিতো যখন তারা ধৈর্য ধারণ করলো। এবং তারা আমার আয়াতগুলোর উপর দৃঢ় বিশ্বাস করতো।
এবং তাদের কি এতেও হিদায়ত হলো না যে, আমি তাদের পূর্বে কতো মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি, আজ যাদের বাসস্থানগুলোতে এরা বিচরণ করছে? নিশ্চয় নিশ্চয় এতে নিদর্শনাদি রয়েছে। তবে কি তারা শুনছে না?
এবং তারা কি দেখে না যে, আমি পানি প্রেরণ করি শুষ্ক ভূমির প্রতি, অতঃপর তা দ্বারা শস্য উদগত করি, যা থেকে তাদের চতুষ্পদ প্রাণীগুলো এবং তারা নিজেরা আহার করে? তবে কি তারা লক্ষ্য করে না?