তিনি আস্মান ও যমীন সত্য সহকারে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, সুতরাং তোমাদের উত্তম আকৃতিই তৈরি করেছেন এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন করতে হবে।
এটা এ জন্য যে, তাদের নিকট তাদের রসূল সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসতেন, তখন তারা বলেছে, ‘মানুষই কি আমাদেরকে পথ প্রদর্শন করবে?’ সুতরাং তারা কাফির হয়েছে এবং ফিরে গেছে। আর আল্লাহ্ পরোয়া করেন নি। এবং আল্লাহ্ পরোয়াহীন, সমস্ত প্রশংসায় প্রশংসিত।
কাফিরগণ বক্লো যে, তারা কখনো পুনরুত্থিত হবে না। আপনি বলুন, ‘কেন নয়, আমার রবের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে, অতঃপর তোমাদের কৃতকর্ম তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এটা আল্লাহ্র জন্য সহজ।
যেদিন তোমাদেরকে একত্রিত করবেন, সবার একত্রিত হবার দিনে, সেদিন হচ্ছে ক্ষতিগ্রস্ত হবারই এবং যে ব্যক্তি আল্লাহ্র প্রতি ঈমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ্ তাঁর পাপাচারসমূহ মোচন করবেন এবং তাকে বাগানসমূহে নিয়ে যাবেন, যে গুলোর নিম্নদেশে নহরসমূহ প্রবহমান, তারা তাতে স্থায়ীভাবে থাকবে।এটাই মহা সাফল্য।
এবং আল্লাহ্র নির্দেশ মান্য করো ও রসূলের নির্দেশ মান্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো যে, আমার রসূলের দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়াই।
হে ঈমানদারগণ! তোমাদের কিছু সংখ্যক স্ত্রী ও সন্তান তোমাদের শত্রু। সুতরাং তাদের থেকে সতর্ক থাকো! এবং যদি মাফ করো, (তাদের দোষত্রুটি) উপেক্ষা করো এবং ক্ষমা করে দাও, তবে নিশ্চয় আল্লাহ্ ক্ষমাশীল, দয়ালু।
সুতরাং আল্লাহ্কে ভয় করো যে পর্যন্ত সম্ভব হয়! এবং ফরমান শ্রবণ করো ও নির্দেশ মান্য করো। আর আল্লাহ্র পথে ব্যয় করো! নিজেদের মঙ্গলের জন্য এবং যাকে স্বীয় প্রাণের লালসা থেকে রক্ষা করা হয়েছে তবে তারাই সাফল্য লাভকারী।