হে জিন্ ও ইন্সান দল! যদি তোমাদের পক্ষে এটা সম্ভবপর হয় যে, তোমরা আস্মানসমূহ ও যমীনের প্রান্তগুলো থেকে বের হয়ে যাবে, তা’হলে বের হয়ে যাও! বের হয়ে যেখানেই যাবে সেখানে তাঁরই রাজত্ব বিরাজমান।
ওই সব বিছানার উপর এমন স্ত্রীগণ থাকবে, যারা স্বামী ব্যতীত অন্য কারো প্রতি চক্ষু উচু করে দৃষ্টিপাত করে না, তাদের পূর্বে তাদেরকে স্পর্শ করে নি কোন মানুষ এবং না (কোন) জিন্।